মেঘনায় মাদারীপুরগামী এম ভি পারাবত ১৫ লঞ্চের সাথে রাত আনুমানিক ১১.৩০ মিনিট এ বিপরীত থেকে আসা বালুবাহী বা ল্কহেড এর সাথে ধাক্কা খায়। এর ফলে বালুবাহী বাল্কহেডটি ঘটনাস্থলে ডুবে যায় এবং লঞ্চের তলা ফেটে যায় এবং লঞ্চ এর ভিতর পানি প্রবেশ করা শুরু করে। তৎক্ষণাৎ লঞ্চটিকে খুব দ্রুত নিকটবর্তী চরে ভিড়ানো হয়। লঞ্চ থেকে দ্রূত পানি অপসারণের চেষ্টা চলে। পাশাপাশি লঞ্চ হতে চাঁদপুরের ফায়ার সার্ভিস এর কাছে ফোন করা হয়। তবে লঞ্চ টিকে চালিয়ে ঢাকা পর্যন্ত আসা সম্ভব নয় বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি ।
0 মন্তব্যসমূহ