STAY WITH US

ফ্রী-বোর্ড জনিত মেরামত শেষে আবার সার্ভিসে ফিরছে এ্যাডভেঞ্চার ৫

মেসার্স নিজাম শিপিং লাইন্স এর প্রথম ক্যাটামেরান এ্যাডভেঞ্চার ৫ ঢাকা টু বরিশাল রুট এ কিছুদিন চলাচলের পর ফ্রী-বোর্ডজনিত সমস্যার কারনে সার্ভিস বন্ধ হয়ে যায়। মূলত ফ্রী-বোর্ড এর কম উচ্চতার কারনে তা উত্তাল মেঘনায় সমস্যায় পড়ে।
তাই ফ্রী-বোর্ড এর উচ্চতা বাড়ানোর জন্য একে ড্রাই ডকে নেওয়া হয়। সেখানে এর মোডিফিকেশন করা হয়। ড্রাই ডকিং করে এর দৈর্ঘ প্রায় ২০ফুট বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথমে হালের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয়ত, মূল বডিকে হালের উপরে বসানো হয়েছে এমনভাবে যেন বডির সামনে এবং পেছনে হালের ১০ ফুট করে অংশ বাড়তি থাকে। অর্থাৎ মূল বডির ওয়েট পূর্বের সমান রেখেই হালের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে একে নিজাম  শিপ ইয়ার্ড ডকে আনা হয়েছে এবং এখানে এর রিভার ট্রায়াল চলানো হবে। বর্তমান অবস্থা অনুযায়ী ফ্রীবোর্ড স্বল্পতার অনেকটাই উন্নতি সাধন করা সম্ভব হয়েছে। আশা করা যায় খুব শীগ্রয় সমস্যা কাটিয়ে সার্ভিসে ফিরবে এ্যাডভেঞ্চার ৫। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ