অবহেলিত বরগুনার রুট এ সংযুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক লঞ্চ এম ভি সাতিল আরব।
ঢাকা হতে বরগুনা রুট এ চলাচলের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে লঞ্চ।কিন্তু এতদিন এই রুট ছিলো একদম আবহেলিত।কিছু দিন আগে কিছু নতুন লঞ্চ সংযুক্ত হওয়ার পর রুট টি এখন জমে উঠেছে।এরই ফলশ্রত্তিতে ঢাকা হতে বরগুনার রুট এ সংযুক্ত হতে যাচ্ছে এম ভি সাতিল আরব।
লঞ্চ টি অত্যাধুনিক ভাবে বানানো হয়রছে।এর ভিতরের কারুকার্য যে কাউকে সহজেই আকৃষ্ট করতে পারবে।ইতি মধ্যে রিভার ট্রায়াল ও শেষ হয়েছে।বর্তমানে বডি এবং ডেকোরেশন এর কিছু কাজ বাকি রয়েছে নৌযানটির। মাঝারি আকৃতির গঠন, নান্দনিক কারুকার্য বিশিষ্ট, সুবিন্যস্ত কেবিন বিন্যাস এবং নৌযানটির বাহ্যিক ডিজাইনেও একটু ব্যতিক্রম রয়েছে।নৌযানটির প্রবেশদ্বার সহ বেশ কিছু জায়গায় রাজকীয় কারুকার্য যা নৌযানটিকে আরো আকর্ষনীয় করে তুলেছে। নৌযানটির কেবিন এর দরজাগুলোতেও রয়েছে সুন্দর কারুকার্য। খুব শীঘ্রই সার্ভিসে আসার প্রচেষ্টায় নবনির্মিত এম ভি সাতিল আরব।
অবহেলিত ঢাকা বরগুনা রুটে ইতিমধ্যেই রুট পরিবর্তনে সংযুক্ত হয়েছে বেশ কিছু নৌযান সর্বশেষ নবনির্মিত এম ভি সাতিল আরব নৌযানটিও সংযুক্ত হতে যাচ্ছে উক্ত নৌ রুটে। ।খুব দ্রুত এই লঞ্চ টি সনযুক্ত হতে যাচ্ছে বরগুনা রুট এ।
0 মন্তব্যসমূহ