STAY WITH US

লঞ্চ থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ

আজ ভোর ৫ টা বেজে ৩০ মিনিট এ ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এম ভি যুব্রাজ-২ থেকে এক ষাটোর্ধ ব্যাক্তি নদিতে পড়ে নিখোঁজ হয়।
ভোর ৫ টা ৩০ এ লঞ্চের পিছনে ওযু করতে গেলে সেখানে পা পিছলিয়ে নদিতে পড়ে নিখোজ হয় লোকটি।
ঘন কুয়াশার কারনে লঞ্চ কতৃপক্ষ তাকে উদ্ধার করতে পারেনি।পরবর্তিতে লঞ্চ এর ২য় তলার ডেক হতে তার ব্যাবহ্রত একটি ব্যাগ ও একটি শীত বস্র পাওয়া যায়।
তার বিছানার পাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানা যায় যে লোক্টির বাড়ি কাকচিড়া।এছাড়া আর কোনো পরিচয় পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ